Home জাতীয় মেয়র পদ থেকে মঞ্জুরের পদত্যাগ, মনোনয়ন সংগ্রহ

মেয়র পদ থেকে মঞ্জুরের পদত্যাগ, মনোনয়ন সংগ্রহ

459
0

Monjur Alom
চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র এম মঞ্জুর আলম মেয়র পদ থেকে পদত্যাগ করেছেন। শুক্রবার বিকেলে তিনি পদত্যাগ করেন। চট্টগ্রাম সিটি নির্বাচনে তিনি আবারও মেয়র পদে নির্বাচন করার জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থী তিনি। তার সমর্থনে আনুষ্ঠানিকভাবে মাঠে নেমেছে বিএনপি। নির্বাচনী প্রচারণার কৌশল নির্ধারণে বৃহস্পতিবার বিকেলে আমীর খসরু মাহমুদ চৌধুরীর বাসভবনে প্রায় দুই ঘন্টা বৈঠক করেছে দলের শীর্ষস্থানীয় নোতারা।
এই বৈঠকে দলের উচ্চ পর্যায়ের অনেক নেতাই উপস্থিত ছিলেন। বিএনপির সমর্থন পাওয়ার পরই মেয়র পদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত নেন তিনি। এদিকে ভারপ্রাপ্ত মেয়র হিসেবে দায়িত্ব পালন করবেন প্যানেল মেয়র মোহাম্মদ হোসেন।

Previous articleএখনো লিখিত অভিযোগ দেয়নি সালাহ উদ্দিনের পরিবার: আইজিপি
Next articleগণতন্ত্রের বিকাশে সংযম ও পারস্পরিক শ্রদ্ধাবোধ খুবই জরুরি: রাষ্ট্রপতি