Home আইন মোবাইলে জাতীয় সঙ্গীত ব্যবহার নিষিদ্ধ

মোবাইলে জাতীয় সঙ্গীত ব্যবহার নিষিদ্ধ

1022
0

H. Court 01
ঢাকা: মোবাইল ফোনে ওয়েলকাম টিউন ও রিং টোন হিসেবে জাতীয় সঙ্গীতের ব্যবহার নিষিদ্ধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায় বহাল রেখেছে আপিল বিভাগ। সোমবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন তিন সদস্যের আপিল বিভাগের বেঞ্চ এ আদেশ দেন। ২০১০ সালের ৫ আগস্ট হাইকোর্টের একটি বেঞ্চ মোবাইলে রিংটোন ও ওয়েলকাম টিউন হিসেবে জাতীয় সঙ্গীত ব্যবহার নিষিদ্ধ ঘোষণা করে রায় দেন। পরে এক ‍রিট আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট এ রায় দেন।
একই সঙ্গে তিন মোবাইল অপারেটর গ্রামীণফোন, বাংলালিংক ও রবিকে ৫০ লাখ টাকা করে হাইকোর্টের করা জরিমানা কমিয়ে ৩০ লাখ টাকা করেছে আপিল বিভাগ। আদালতে মোবাইল অপারেটরদের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান। রিটের পক্ষে ছিলেন অ্যাডভোকেট মাসুদ আহমেদ সায়ীদ।

Previous articleরাজধানীতে দুইজনের অস্বাভাবিক মৃত্যু
Next articleমাধ্যমিকের ফল প্রকাশ ৩০ মে