Home বিভাগীয় সংবাদ মৌলভীবাজারের বড়হাটে আস্তানায় প্রচুর বিস্ফোরক: মনিরুল

মৌলভীবাজারের বড়হাটে আস্তানায় প্রচুর বিস্ফোরক: মনিরুল

444
0

মৌলভীবাজার: মৌলভীবাজার শহরের বড়হাটে তিন দিন ধরে ঘিরে রাখা উগ্রবাদী আস্তানায় বিপুল পরিমাণ বিস্ফোরক রয়েছে বলে জানিয়েছেন পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম। তিনি বলেন, এই অভিযান শেষ করতে সময় লাগতে পারে।
শুক্রবার অভিযান চলার মধ্যেই সাংবাদিকদের মনিরুল বলেন, কিছুক্ষণ আগে সোয়াট পরিচালিত অভিযান শুরু হয়েছে, নাম দেওয়া হয়েছে অপারেশন ম্যাক্সিমাস। এটি একটি জটিল অপারেশন কারণ ভেতরে একাধিক ভবন রয়েছে এবং ভবনে অনেকগুলো কামরা রয়েছে।
আমাদের কাছে খবর রয়েছে, এখানে প্রচুর পরিমাণ বিস্ফোরক এবং একজন বিস্ফোরক এক্সপার্ট রয়েছে। সে কারণেই এখানে অপারেশন সম্পন্ন করতে কিছুটা সময় লাগতে পারে। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে জানিয়ে তিনি বলে, অভিযানের অগ্রগতি ঘটলে তা সাংবাদিকদের জানানো হবে।

Previous articleশেখ হাসিনার অধীনে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করা সম্ভব: সেতুমন্ত্রী
Next articleভারতের সাথে প্রতিরক্ষা চুক্তি করতে চাচ্ছে সরকার: গয়েশ্বর চন্দ্র রায়