Home আঞ্চলিক যশোরে আ’লীগের দুই গ্রপে সংঘর্ষ, বোমায় আহত ১০

যশোরে আ’লীগের দুই গ্রপে সংঘর্ষ, বোমায় আহত ১০

482
0

Songorsho 01
নিউজ ডেস্ক: যশোরের শার্শা উপজেলায় গরু হাট দখলকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। আজ সোমবার সন্ধ্যা সাড়ে ৭টায় উপজেলার বাগাতাড়া নামক স্থানে এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, উপজেলার সাতমাইল পশুহাট ইজারা না দিতে সোমবার হাইকোর্ট দুই দিনের স্থগিতাদেশ দেন। এই ইজারাকে কেন্দ্র করে স্থানীয় আওয়ামী লীগ নেতা ও বাগাতাড়া ইউনিয়নের চেয়ারম্যান ইলিয়াস কবির বকুল গ্রুপের সাথে আব্দুল লতিফ ধাবক গ্রুপের বিরোধ চলছিল।
সেমাববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শার্শা উপজেলার বাগাতাড়া নামক স্থানে বকুল গ্রুপের লোকদের উপর ধাবক গ্রুপের লোকজন বোমা হামলা চালায় ও চার রাউন্ড ফাঁকা গুলি করে। এতে ছাত্রলীগ নেতা আব্দুল হাই, সুরঞ্জিত স্বর্ণকার, ভুট্টো ও সফি ধাবক, পথচারী জিয়াসহ অন্তত ১০ জন আহত হন। আহতরা সবাই ধাবক গ্রুপের কর্মী। আহতদের মধ্যে চারজনের অবস্থা গুরুতর। তাদের মধ্যে জিয়ার অবস্থা আশঙ্কাজনক। তার বাড়ি সাতক্ষীরার কলারোয়া উপজেলায়। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে বলে জানিয়েছে পুলিশ। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।

Previous articleইসলামী সমাজ বিনির্মাণের মাধ্যমে শহীদ কামারুজ্জামানের রক্তের বদলা নেয়া হবে
Next articleস্বাগত ১৪২২