ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ীর মাতুয়াইলে বিক্ষোভ মিছিল করেছে জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের নেতাকর্মীরা। ২০ দলীয় জোটের ডাকা বিক্ষোভ কমসূচির অংশ হিসেবে আয়োজিত এই মিছিলটি মাতুয়াইলে শুরু হয়ে রায়েরবাগ মেডিকেল মোড়ে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
মিছিলের নেতৃত্ব দেন জামায়াতে ইসলামী যাত্রাবাড়ী থানা শাখার (পশ্চিম) আমির ড. আব্দুল মান্নানসহ ২০ দলীয় জোটের নেতৃবৃন্দ।
এ সময় আরো উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবির ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারী মু. সাদেক বিল্লাহসহ শিবিরের নেতাকর্মীরা।
মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে ড. আব্দুল মান্নান বলেন সরকার হত্যা চালিয়ে ক্ষমতায় টিকে থাকতে পারবে না। সরকার জামায়াত শিবিরের নেতাকর্মীদের যেভাবে হত্যা করা শুরু করেছে তা বিশ্বের ইতিহাসে দ্বিতীয় হিটলারীয় ঘটনা হিসেবে লেখা থাকবে।
তিনি আরো বলেন, অবিলম্বে ক্ষমতা ছেড়ে নির্বাচন না দিলে আইন অমান্য ও অসহযোগ আন্দোলনের ডাক দেয়া হবে। তখন সরকার পালাবার পথ পাবে না।
এদিকে রাজধানীর ডেমরা ও কদমতলীতেও বিক্ষোভ মিছিল করেছে ডেমরা ও কদমতলী থানার ২০ দলীয় জোটের নেতাকর্মীরা।