Home জাতীয় যাত্রাবাড়ী ও নয়াবাজারে আওয়ামী লীগ কার্যালয়ে আগুন

যাত্রাবাড়ী ও নয়াবাজারে আওয়ামী লীগ কার্যালয়ে আগুন

685
0

Agun
ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ী থানার দনিয়ায় শ্রমিক লীগ ও পুরান ঢাকার নয়াবাজার এলাকায় আওয়ামী লীগ কার্যালয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার সকালে এ ঘটনা ঘটে। খবর পেয়ে দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলে।
স্থানীয়রা জানায়, সোমবার সকাল ৭টার দিকে যাত্রাবাড়ী থানার দনিয়া ৫ নম্বর ওয়ার্ডের গোয়ালবাড়ি মোড়ে অবস্থিত শ্রমিক লীগের অফিসটিতে একদল যুবক পেট্রল দিয়ে আগুন ধরিয়ে দেয়। এ সময় অফিসে কেউ না থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অবনী শঙ্কর কর বলেন, এ ঘটনা তার জানা নেই।
অপরদিকে সোমবার ভোরে পুরান ঢাকার নয়াবাজার এলাকায় আওয়ামীলীগের কার্যালয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। তবে এতে কেউ হতাহত হয়নি।
দমকল বাহিনীর নিয়ন্ত্রণ কক্ষের কর্তব্যরত কর্মকর্তা মোহাম্মদ আলী জানান, সোমবার ভোর সোয়া পাঁচটার দিকে নয়াবাজার এলাকায় আওয়ামীলীগের কার্যালয়ে আগুন দেয় দূর্বত্তরা। এ ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি তিনি।

Previous articleসাবেক প্রধান বিচারপতি মোস্তফা কামাল আর নেই
Next articleসাংবাদিকরাই প্রথমে ১৪৪ ধারা ভেঙ্গেছে: মায়া