ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র, প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় আমেরিকা ফিরে গেছেন। এবার তিনি ৯ দিন দেশে অবস্থান করলেন।
সরকারের সূত্র জানিয়েছে, ১৩ ফেব্রুয়ারি রাত ৮টায় তিনি আমেরিকার উদ্দেশে হযরত শাহাজালাল (রা.) বিমানবন্দর ত্যাগ করেন।
উল্লেখ্য, তিনি গত ৪ ফেব্রুয়ারি আমেরিকা থেকে ঢাকায় আসেন। দেশে তথ্য ও প্রযুক্তিবিষয়ক একাধিক সেমিনারে যোগ দেন। এছাড়া চলমান রাজনৈতিক সংকট নিয়েও তিনি কথা বলেন।