ঢাকা: যুদ্ধাপরাধের বিচারপ্রক্রিয়ায় সুষ্ঠু ও স্বচ্ছ এবং আন্তর্জাতিক মান নিশ্চিত করার আহ্বান জানিয়ে মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র জেন পিসাকি বলেছেন, বেসামরিক ও রাজনৈতিক অধিকার-সংক্রান্ত আন্তর্জাতিক চুক্তিসহ অন্যান্য আন্তর্জাতিক চুক্তি অনুস্বাক্ষরের মাধ্যমে এ মান বজায় রাখার ব্যাপারে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ। অ্যাম্বাসেডর অ্যাট লার্জ স্টিফেন র্যা প যেমন বলেছেন, যে সব দেশ মৃত্যুদণ্ড দিয়ে থাকে তাদের অত্যন্ত উঁচুমানের যথাযথ প্রক্রিয়া অনুসরন ও সুষ্ঠু বিচারের নিশ্চয়তা সম্পর্কে খুব যতœশীল হতে হবে। গতকাল মার্কিন পররাষ্ট্র দফতরে নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। পিসাকি বলেন, বাংলাদেশের যুদ্ধাপরাধের বিচার প্রক্রিয়া পর্যালোচনা করার মতো অবস্থানে আমি নেই। তবে আমাদের প্রত্যাশা রাষ্ট্রসমূহ এসব মূল্যাবোধ ও মান বজায় রাখবে।