Home জাতীয় যুদ্ধাপরাধ মামলা: জাপা এমপি হান্নান কারাগারে

যুদ্ধাপরাধ মামলা: জাপা এমপি হান্নান কারাগারে

454
0

ঢাকা: একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তারকৃত জাতীয় পার্টির সংসদ সদস্য এমএ হান্নানসহ পাঁচ জনকে কারাগারে পাঠিয়েছে আদালত। শুক্রবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বন্ধ থাকায় তাদের ঢাকা সিএমএম কোর্টে হাজির করা হলে মহানগর হাকিম হাসিবুল হক হান্নান ও তার ছেলেসহ মোট পাঁচ জনকে কারাগারে পাঠানোর আদেশ দেন। ৮০ বছর বয়সী হান্নান ময়মনসিংহ-৭ আসনের (ত্রিশাল) সংসদ সদস্য। তিনি জাতীয় পার্টির সভাপতিম-লীরও সদস্য।

বৃহস্পতিবার বিচারপতি মো. আনোয়ারুল হক নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল হান্নান ও তার ছেলেসহ  মোট আট আসামির বিরুদ্ধে পরোয়ানা জারি করলে ঢাকায় হান্নান ও তার ছেলের পাশাপাশি আরও তিনজনকে ময়মনসিংহ থেকে গ্রেপ্তার করা হয়। ওই মামলায় গ্রেপ্তারকৃত  অন্য তিনজন হলেনÑ ডা. খন্দকার  গোলাম সাব্বির (৬৬), মিজানুর রহমান মিন্টু (৬০) এবং হরমুজ আলী (৭০)।

Previous articleশাবি খুলছে রোববার
Next articleসিলেট ক্যামব্রিয়ান স্কুল এন্ড কলেজ খুলছে রোববার