ঢাকা: সাবেক প্রধান নির্বাচনার কমিশনার বিচারপতি মোহাম্মদ আব্দুর রঊফ বলেছেন, সুন্দর সমাজ গড়ার মূল কারিগর যুব সমাজ। অবক্ষয়ের বর্তমান সময়ে আগামী প্রজন্মকে সঠিক পথ দেখার দায়িত্ব সমাজের প্রবীণ চিন্তাশীল বিবেকবান মানুষকে নিতে হবে। তাদেরকে গড়ে তুলতে হবে সমাজের আদর্শবান ও যোগ্যতম দেশপ্রেমিক মানুষ হিসেবে। শনিবার সকালে রমনা মডেল স্কুল এন্ড কলেজ প্রাঙ্গনে জীবন নামের একটি সামাজিক সংগঠনের উদ্বোধন ও ব্লাড গ্রুপিং অনুষ্ঠানে তিনি এ সব কথা বলেন।
তিনি বলেন, আজ নি:স্বার্থ হয়ে কারো কল্যাণ করাই যেন দুস্কর হয়ে পড়েছে। এমতাবস্থায় বিবেকের তাড়নায় ও সামাজিক দায়বদ্ধতা থেকে জীবন সংগঠনটির আত্মপ্রকাশ অবশ্যই গুরুত্বপূর্ণ। মানবতার সেবায় যারা নিজেদেরকে উৎসর্গ করেছেন তাদেরকে ধন্যবাদ।
বিশিষ্ট চিকিৎসক ডা. মোঃ মুস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ডা. আশরাফ আলী বিশ্বাস, রমনা মডেল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ হারুন-অর-রশিদ। স্বাগত বক্তব্য রাখেন- “জীবন” সংগঠনের ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক মোহাম্মদ আশিক ইকবাল।