Home আঞ্চলিক যুবসমাজই পারে একটা গ্রামকে আলোকিত করতে

যুবসমাজই পারে একটা গ্রামকে আলোকিত করতে

580
0

jo

জগন্নাথপুর: যুবসমাজই পারে একটা গ্রামকে আলোকিত করতে, উন্নতি করতে ও গড়তে যুব সমাজের কোনো বিকল্প নেই।যুবকদের ঐক্যের মাধ্যমে  একঠি সমাজ ও একঠি রাষ্ট্রকে পরিবর্তন করে উন্নত স্হানে  নিয়ে জেতে পারে তারি দারাবহিকতায়
মঙ্গলবার জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের  ৩ নং ওয়াডের নোয়াপাড়ায় -আমরা যুব সমাজের উদ্যোগে রোড় লাইনে লাইটিং করে আলোকিত করলো এই প্রথম সৈয়দপুর গ্রামের মধ্যে নোয়াপাড়ার যুবসমাজ বৃন্দ।তা এক দৃষ্টান্ত হয়ে থাকবে।

আজ উদ্ভোধন কালে উপস্থিত পাড়ার মুরুব্বী  ও যুবসমাজ যুকত্তরাজ্য প্রবাসি হাজী সৈয়দ হারিছ মিয়া সাহেবের সবাপতিত্বে উপস্হিত ছিলেন,মোঃ আনাই খান,সৈয়দ আনোয়ার আলী,সৈয়দ বাদশা মিয়া, মোঃ আব্দুসছালাম,সৈয়দ আব্দুল মোমিন  ,মোঃ সুনাহর খান,মোঃ মাসুক মিয়া সৈয়দ ফাকি মিয়া, সৈয়দ নাসির উদ্দীন,মাওলানা তৈয়ফুর, মাওলানা মোনওয়ার,মোঃ নিম্বর খান,সৈয়দ ছালিক মমিয়া,সৈয়দ আমিরুল ইসলাম, যুবকদের মাঝে উপস্হিত ছিলেন
সৈয়দ জনি,সৈয়দ নুরুল ইসলাম,সৈয়দ হাফিজ উদ্দীন, মোঃ শাহেদ খান,সৈয়দ কাওছার,মোঃ সুজেল খান,মোঃ জাবির,মোঃ জামিল খান, মোঃ জাহানগীর খান,সৈয়দ মঈনুল ইসলাম,সৈয়দ ফরিদ,সৈয়দ হাফিজুর রহমান,সৈয়দ শাহরিয়া, সৈয়দ নজির প্রমুখ। সৈয়দপুর টাইটেল মাদ্রাসার শায়খুল হাদিস, আব্দুল হাই বনশ্বিপ্যা হুজুরের উদ্ভোদন করে, মুনাজাতের মাধ্যমে শেষ করা হয়

Previous articleশীর্ষ মানব পাচারকারী আ.লীগ নেতা গ্রেপ্তার
Next articleজুনের মধ্যে ৩ সিটি কর্পোরেশন নির্বাচন: সিইসি