Home জাতীয় যে কৌশলে ব্লগার নিলয়কে খুন করা হয়

যে কৌশলে ব্লগার নিলয়কে খুন করা হয়

433
0

ঢাকা: নিলয়ের শ্যালিকা তন্বী নিলয়কে হত্যার বিষয়টি সাংবাদিকদের সামনে তুলে ধরেন। তন্বী বলেন, ২০ থেকে ২৫ বছর বয়সী এক যুবক দুপুরের পর হঠাৎ দরজার কড়া নাড়েন। তাকে দেখে কোন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মনে হচ্ছিল। তার পরনে ছিল গেঞ্জি ও জিন্সের প্যান্ট। কাঁধে ছিল একটি ব্যাগ। আশা মনি দরজা খুলে দিতেই যুবকটি জানান বাড়িওয়ালার সঙ্গে কথা বলার পর সে নিলয়ের পাঁচ তলার ভাড়া বাসাটি দেখতে এসেছেন। তিনি জানান চারতলাটি তারা কয়েকজন মিলে ভাড়া নিতে চান, তাই এই বাসাটি দেখতে এসেছেন। তিনি বলেন, বাসায় ঢোকার পর লোকটাকে খুব উদ্বিগ্ন লাগছিলো। বারবার মোবাইলে কি যেন লিখার চেষ্টা করছিল লোকটা। বারবার বলছিল আপনাদের বাসাটাতো অনেক ছোট। এটার কত টাকা ভাড়া দেন আপনারা।

আপা ওকে বলেছিল ভাড়া নিয়ে বাড়িওয়ালার সঙ্গে কথা বলেন। এরপর দুলাভাইকে গিয়ে লোকটাকে চলে যেতে বলার জন্য পাঠান। ওই সময় নিলয় ল্যাপটপে কাজ করছিল বলেও জানান তন্বী। দুলাভাই উঠে যুবকটিকে কিছু বলতে যাবেন ঠিক এমন সময় তিনজন লোক হুড়মুড় করে বাসায় ঢুকে পড়ে। তারা আমাকে একটা কালো বন্দুক দেখিয়ে বলে কোন কথা বলবি না বলে বারান্দায় আটকে ফেলে। এরপর কে যে বারান্দার দরজা খুলে দেয় মনে নাই।

নিলয়ের স্ত্রী আশা মনি জানিয়েছেন, সকালে নাস্তা না করেই মাসের বাজার করে বাসায় ফিরেছিলেন নীলাদ্রি। রান্না ঘরের চুলার অন্তত আট ফিট উল্টো দিকে একটি দরজা। এর ওপাশে একটি ছোট বারান্দা। নিলয় ছাড়া যারা ওই ফ্ল্যাটে সাবলেট থাকেন তারা ওই বারান্দা ব্যবহার করতেন। নিলয়কে কুপিয়ে হত্যার সময় ওই বারান্দায়ে তন্বীকে আটকে রাখা হয়েছিল বলে দাবি করেছেন তিনি। বললেন, চিৎকার করেও মানুষের সাড়া পাওয়া যায়নি। হত্যাকাণ্ডে খুনিরা মাত্র ১০ মিনিটের মতো সময় নিয়েছিল বলে জানিয়েছেন তন্বী ও আশা। তারা জানান, সংখ্যায় তারা ছিল চার জন।  দেখে ছাত্র বলেই মনে হয়েছে। এদের মধ্যে একজন ছিলেন হালকা গড়নের ফর্সা মতো।

তন্বীর সঙ্গে কথা বলার সময় পাশের বাসায় বিলাপ করতে দেখা যায় আশা মনিকে। বারবার চিৎকার করে তিনি বলছিলেন, এত্ত চিৎকার করলাম ভাই। ওকে বাঁচাতে কেউ আগায়ে আসলো না। আমি দাঁড়িওয়ালা লোকটার পায়ে পরছিলাম। নিলয়ের প্রাণ ভিক্ষা চাইছিলাম। আমার চুল ধরে ওই লোক বারান্দায় বন্দি করে রেখেছিল। ওদের মনে দয়া মায়া বলে কিছু নেই। নিলয় যে বাসায় খুন হয়েছেন সেটিতে কোনো দারোয়ান ছিল না।

শুক্রবার দুপুরে পূর্ব গোড়ানের ৮ নম্বর রোডের ১৬৭ নম্বর বাসার পাঁচতলায় খুন হন ব্লগার নিলয়। ঘটনার সময় বাসাতে ছিলেন নেত্রকোনা থেকে বৃহস্পতিবার বেড়াতে আসা আশা মনির ছোট বোন ইশরাত তন্বীও। আশা ও তন্বীকে বারান্দায় আটকে রেখে নিলয়কে কুপিয়ে হত্যা করা হয়।   গোড়ান টেম্পোস্ট্যান্ড থেকে রিকশায় নিলয়দের বাসায় যেতে সময় লাগে অন্তত ১০ মিনিট। পাশেই শাহী মসজিদ ও ঝিলপাড় মসজিদ। দোকানপাটও আছে বেশ কয়েকটি।
ভবনের মালিক মো. শামসুল কবির জানান, তাদের এলাকার বেশির ভাগ বাসায়ই দারোয়ান নেই। তার বাসাটিতেও দারোয়ান ছিল না।

ব্লগার নীলাদ্রি চট্টোপাধ্যায় নিলয়কে হত্যা করতে খুনিরা সময় নিয়েছিল মাত্র ১০ মিনিট; সংখ্যায় ছিল চার জন। ভবনের মালিক মো. শামসুল কবিরের সঙ্গে কথা বলে জানা গেছে, নিলয় তার স্ত্রী আশা মনিকে নিয়ে দুই বছর আগে বাসাটিতে ওঠেন। দুই কক্ষের বাসাটির ভাড়া ছিল ছয় হাজার টাকা।

Previous articleএইচএসসির ফল আজ: থাকছে না সেরার তালিকা
Next articleএইচএসসিতে পাসের হার ও জিপিএ-৫ কমেছে