রংপুর: রংপুর শহরে নিহত ইমরান হোসেন নামে এক আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতরাতে নগরীর সাতমাথা মোড়ে তাকে কুপিয়ে হত্যা করা হয়। নিহত ইমরান রংপুর সিটি কর্পোরেশনের ৩০ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সম্পদক ছিলেন। সদর থানা পুলিশ জানিয়েছে, রাতের কোন এক সময়ে ইমরানকে কুপিয়ে দুর্বৃত্তরা নগরীর সাতমাথা মোড়ে ফেলে রেখে যায়। ভোর ৪টার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এদিকে আজ সকালে ইমরানের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে তার সমর্থকরা সাতমাথা মোড়ে বিক্ষোভ ও ভাংচুর শুরু করে। এ সময় একটি প্রাইভেট কার ও মিনিবাসও পুড়িয়ে দেওয়া হয়। তাদের অবরোধের কারণে সকাল ৭টা থেকে লালমনিরহাট-কুড়িগ্রাম যানবাহন চলাচল বন্ধ রয়েছে।
তারা অভিযোগ করেছেন, মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক আশরাফুল আলম ও তার সহযোগীরা এ হত্যাকাণ্ডে জড়িত। ইমরান খুন হওয়ার খবরে আশরাফুলের ব্যবসা প্রতিষ্ঠানেও আগুন দিয়েছে ক্ষুব্ধ সমর্থকরা। মহানগর যুবলীগের আহ্বায়ক সিরাজুল মনির বাশার বলেন, এর সঙ্গে দলীয় সম্পৃক্ততা নেই। এটা ওদের এলাকার বিষয়। এদিকে বিক্ষোভ-ভাঙচুরের খবর সংগ্রহ করতে ঘটনাস্থলে এসে বিক্ষোভকারীদের মারধরের শিকার হয়েছেন বৈশাখী টিভি ও আরটিভির দুই সাংবাদিক। এ সময় তাদের ক্যামেরাও ভাঙচুর করা হয় বলে জানান বৈশাখী টিভির রংপুর প্রতিনিধি আফতাব হোসেন।