Home বিভাগীয় সংবাদ রংপুরে ছাত্রী সংস্থার সভানেত্রীসহ গ্রেপ্তার ৪৭

রংপুরে ছাত্রী সংস্থার সভানেত্রীসহ গ্রেপ্তার ৪৭

639
0

Atokরংপুর: রংপুরে বিশেষ অভিযান চালিয়ে বিএনপি ও জামায়াত-শিবিরের নেতাকর্মীসহ ৪৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদের মধ্যে জেলা ছাত্রী সংস্থার সভানেত্রী বিথি রয়েছেন। রবিবার রাত থেকে সোমবার ভোর পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
জেলা পুলিশের কন্ট্রোল রুম অপারেটর মো. সেলিম জানান, কোতোয়ালি থানা পুলিশের অভিযানে শিবিরের জেলা মহিলা সভাপতি বিথিকে নগরীর টার্মিনাল মাস্টারপাড়া এলাকার একটি বাসা থেকে গ্রেপ্তার করা হয়েছে।
এছাড়া কোতোয়ালি থানা পুলিশ বিএনপির দুই ও জামায়াতের একজন কর্মী, পীরগাছা থানা পুলিশ বিএনপির দুজন ও জামায়াতের এক কর্মী এবং মিঠাপুকুর থানা পুলিশ জামায়াতের দুই কর্মীকে গ্রেপ্তার করেছে। এছাড়া একই সময়ে জেলার বিভিন্ন স্থান থেকে বিভিন্ন অভিযোগে ৩৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

Previous articleগাইবান্ধায় আ.লীগ নেতার বাড়ি থেকে ককটেল উদ্ধার
Next articleসিলেট জেলা ও মহানগর বিএনপির মিছিল সমাবেশ