নারায়ণগঞ্জ: ইনশাল্লাহ জনগনের বিজয় দ্বারপ্রান্তে। রক্ত পিপাসু ফেরাউন সরকারের পতন এখন সময়ের ব্যাপার মাত্র। দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে গনতন্ত্র পুনরুদ্ধার ও ভোটাধিকার আদায়ের এই চূরান্ত আন্দোলনে সকলকে রাজপথে ঝাপিয়ে পড়তে হবে। শত নির্যাতন, অন্যায়-অত্যাচার, জেল-জুলুম, হামলা-মামলা এবং মৃত্যুকে জয় করে বিজয় ছিনিয়ে আনার এখনই সময়। ফতুল্লা থানার গাড়ী পোড়ানোর মামলার রিমান্ড শুনানি শেষে এজলাস থেকে বের হয়ে কারাগারে নেয়ার সময় প্রিজন ভ্যানে উঠার আগ মুহূর্তে উপস্থিত নেতাকর্মী ও জনতার উদ্দেশ্যে চিৎকার করে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি’র সাধারন সম্পাদক এটিএম কামাল এসব কথা বলেন।
বুধবার সকাল ৯টায় এটিএম কামালকে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট চাদনি রূপমের আদালতে হাজির করে পুলিশ ফতুল্লা থানার বাস পোড়ানোর ১৫(১)/১৫ মামলায় ৭ দিনের রিমান্ড আবেদন করে। শুনানিতে আদালত এটিএম কামালের রিমান্ড নামঞ্জুর করে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দেয়।
এর আগে নারায়ণগঞ্জ সদর থানার দ্রুত বিচার আইনের একটি মামলায় পুলিশ ৫ দিনের রিমান্ড চাইলে আদালত এটিএম কামালের ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছিল এবং ফতুল্লা থানার বাস পোড়ানোর আরো একটি মামলায় এটিএম কামালকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছিল আদালত।
উল্লেখ্য, গত ২১ জানুয়ারী সকালে শহরের হাজীগঞ্জ এম সার্কাস এলাকাতে অবরোধ ও হরতালের সমর্থনে মিছিল বের করার সময়ে পুলিশ এটিএম কামালকে গ্রেপ্তার করে। নারায়ণগঞ্জ মহানগর বিএনপি’র সাধারন সম্পাদক এটিএম কামালের বিরুদ্ধে সাম্প্রতিক অবরোধে দেয়া দ্রুত বিচার আইনে মামলা সহ সর্বমোট ৪০ এর অধিক মামলা রয়েছে।