Home ক্যাম্পাস রডের বদলে বাঁশ না দিতে রাষ্ট্রপতির আহ্বান

রডের বদলে বাঁশ না দিতে রাষ্ট্রপতির আহ্বান

680
0

ঢাকা : বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়-বুয়েট থেকে শিক্ষা সমাপনকারী গ্র্যাজুয়েটদের উদ্দেশে রাষ্ট্রপতি আবদুল হামিদ আহ্বান জানিয়েছেন, তারা যেন কর্মক্ষেত্রে গিয়ে কোনো দুর্নীতির আশ্রয় না নেন। সিমেন্টের বদলে বালি আর রডের বদলে বাঁশ না দেন।

মঙ্গলবার বিকেলে বুয়েটের ১১তম সমাবর্তনে বক্তব্য দিচ্ছিলেন রাষ্ট্রপতি।

Previous articleবাঘাইাছড়ির হামলা পূর্ব পরিকল্পিত: সিইসি
Next article২১ মার্চ থেকে ক্রিকেট বিশ্বকাপের টিকিট বিক্রি শুরু