নিউজ ডেস্ক: সিলেট জেলা ও মহানগরীতে রবিবার ও সোমবার হরতাল আহ্বান করেছে স্বেচ্ছাসেবক দল। রবিবার সকাল ৬টা থেকে টানা ৩৬ ঘন্টা হরতাল চলবে বলে জানিয়েছেন স্বেচ্ছাসেবক দলের নেতারা। দেশের বিভিন্ন স্থানে দায়েরকৃত মামলায় খালেদা জিয়াকে আসামী করা এবং সিলেটে দলীয় নেতাকর্মীদের গ্রেফতার, বাসা-বাড়িতে তল্যাশির প্রতিবাদে এ হরতালের ডাক দেয়া হয়েছে বলে জানিয়েছেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এডভোকেট সামসুজ্জামান জামান।
এডভোকেট জামান জানান, চলমান আন্দোলন দমাতে সরকার দেশের বিভিন্ন স্থানে খালেদা জিয়ার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা দায়ের করছে। সারাদেশের মতো সিলেটেও গণগ্রেফতার চালানো হচ্ছে। নেতাকর্মীদের গ্রেফতারের নামে তাদের বাসা-বাড়িতে যৌথবাহিনীর অভিযান চালানো হচ্ছে। নেতাকর্মীদের বাসায় না পেলে তাদের পরিবারের লোকজনের সাথে অসৌজন্যমূলক আচরণ করছে। এর প্রতিবাদে সিলেট জেলা ও মহানগরীতে রবিবার সকাল ৬টা থেকে সোমবার সন্ধ্যা ৬টা পর্যন্ত হরতাল আহ্বান করা হয়েছে। নির্যাতন-নিপিড়ন বন্ধ না হলে আরও কঠোর কর্মসূচি দেয়া হবে।