ঢাকা: রাজধানীর পল্টন এলাকায় বাংলাদেশ আওয়ামী ওলামা লীগের সভাপতি মো: ইলিয়াস হোসাইনকে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। তাকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে।
শুক্রবার জুমার নামাজের পর এ ঘটনা ঘটে বলে জানা গেছে। এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে একজনকে আটক করেছে পল্টন থানা পুলিশ। আটককৃতের নাম পরিচয় জানা যায়নি।