রাজধানীতে জামায়াতের বিক্ষোভ

0
519

Logo Jamat 01
ঢাকা মহানগর জামায়াতে ইসলামী রাজধানীর মিরপুরে বিক্ষোভ মিছিল করেছে। কেন্দ্রীয় জামায়াত ঘোষিত দলের সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল কাদের মোল্লার প্রথম শাহাদতবার্ষিকী উপলক্ষে এ কর্মসূচি পালন করেন তারা।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় মিরপুর ১০ নম্বরে বিক্ষোভ মিছিল বের করে জামায়াত। মহানগর সহাকারী সেক্রেটারি মোবারক হোসাইনের নেতৃত্বে মিছিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- জামায়াত নেতা লস্কর মো: তাসলিম, আল মাহমুদ, আব্দুস সালাম, শিবির নেতা তামিম হোসাইন, সাইদুর রহমান স্বপন প্রমুখ।
এ ছাড়া সকালে কুড়িল বিশ্বরোড এলাকায় মহানগর সহকারী সেক্রেটারি মুহাম্মদ সেলিম উদ্দিনের নেতৃত্বে একটি মিছিল বের একইভাবে রামপুরায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীরা।