ঢাকা: রাজধানীর মিরপুর ও তেজগাঁওয়ে দুইজনের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। মিরপুরে ট্রাকের ধাক্কায় নজরুল ইসলাম বাবলু (৭০) মারা গেছেন।অন্য দিকে তেজগাঁওয়ে রানী মণ্ডল নামে এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।সোমবার সকালে তাদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠায় সংশ্লিষ্ট থানা পুলিশ।
বাবলুর ছেলে আশরাফ আলী জানান, তার বাবা একজন রঙমিস্ত্রী। রোববার রাত সাড়ে ১১টার দিকে মিরপুর আধুনিক হাসপাতালের সামনে দিয়ে রাস্তা পার হওয়ার সময় ট্রাকের ধাক্কায় তার বাবা আহত হন।আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে ওই হাসপাতালে ভর্তি করা হয়।পরে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিক্যালে নিলে রাত ২টায় তার মৃত্যু হয়।
এ দিকে পুলিশ জানায়, তেজগাঁও শিল্পাঞ্চলে বাবরী মসজিদ সংলগ্ন একটি বাসায় কাজল রানী মণ্ডল নামে এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। স্বামী রিপন মণ্ডল তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে রাত পৌনে ২টার সময় তিনি মারা যান।ওই গৃহবধূর বাবার বাড়ি খুলনার বটিয়াঘাটার নাহিদভাঙা গ্রামে।