ঢাকা: রাজধানীর পৃথক স্থান থেকে দুই নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের দাবি, মৃতদের মধ্যে একজন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছে। অপরজন গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। বৃহস্পতিবার সকালে লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে পাঠিয়েছে সংশ্লিষ্ট থানা পুলিশ।
তুরাগ থানার এসআই আজিজ রহমান জানান, আনেছা বেগম নামে এক মহিলা বিদ্যুৎস্পৃষ্ট হলে তাকে মনসুর আলী হাসপাতালে নেয়া হলে সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সকালে খবর পেয়ে পুলিশ ওই হাসপাতাল থেকে লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।
এছাড়া ভাটারা থানা পুলিশ অজ্ঞাত এক মহিলার লাশ উদ্ধার করেছে। সে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে বলে জানিয়েছে পুলিশ। তবে তার পরিচয় এবং আত্মহত্যার কারণ জানাতে পারেনি তারা।