ঢাকা: রাজধানীর বিভিন্ন স্থান থেকে বিএনপি ও জামায়াতের ৭৬ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। বুধবার রাতভর নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরেক আটক করা হয়। বুহস্পতিবার সকাল ১০টায় মহানগর পুলিশের মিডিয়া সেন্টার থেকে এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে ঢাকা মহানগর পুলিশের ডিসি মাসুদুর রহমান জানান, গ্রেফতারকৃতদের মধ্যে ৫১ জন জামায়াত-শিবিরের নেতাকর্মী। এছাড়া বাকি ২৫ জন বিএনপির নেতাকর্মী। নাশকাতামূলক কর্মকাণ্ডের সােথ জড়িত সন্দেহে তাদের আটক করা হয়েছে বলে দাবি করেন ডিসি মাসুদ।