Home বিভাগীয় সংবাদ রাজধানীতে হরতালের সমর্থনে জামায়াতের মিছিল

রাজধানীতে হরতালের সমর্থনে জামায়াতের মিছিল

388
0

jamat michil
ঢাকা: ২০ দলীয় জোটের লাগাতার অবরোধ ও ৭২ ঘন্টার হরতালের সমর্থনে রাজধানীতে মিছিল করেছে জামায়াত-শিবির নেতাকর্মীরা। মঙ্গলবার সকাল ৮টায় রাজধানীর মালিবাগে মিছিল ও সড়ক অবরোধ করে সংক্ষিপ্ত সমাবেশ করে রমনা থানা জামায়াত।
এসময় উপস্থিত ছিলেন রমনা থানা জামায়াতের সেক্রেটারী জিল্লুর রহমান, থানা কর্মপরিষদ সদস্য ইউসূফ আলী মোল্লা, আতাউর রহমান সরকার, জামায়াত নেতা সুলতান মাহমুদ, শিবির নেতা আশ্রাফ উদ্দিন, মুরাদ হোসেন প্রমুখ।
মিছিলটি মালিবাগ রেলগেইট থেকে শুরু হয়ে চৌধুরী পাড়া এসে সমাবেশের মাধ্যমে শেষ হয়। সমাবেশে নেতৃবৃন্দ বলেন, অবৈধ আওয়ামী সরকার সহিংসতা দমনের নামে বাসা-বাড়ি ও রাস্তা থেকে ধরে নিয়ে নিরীহ-নিরপরাধী মানুষকে হত্যা করে মানবাধিকার লঙ্ঘন করছে। মানুষের রক্তের ওপর দাঁড়িয়ে ক্ষমতায় থাকার স্বপ্ন সাধ জনগণ গুড়িয়ে দিবে।
বক্তারা বলেন, পুলিশ, বিজিবি ও র্যা ব দিয়ে নিরীহ মানুষকে হত্যা করে তাদের লাশ হাসপাতাল, ডোবা-নালা, রাস্তার পাশে ও পুকুরে ফেলে রাখছে। এই লাশের জবাব জনগণ কড়া-গন্ডায় আদায় করে ছাড়বে। প্রেস বিজ্ঞপ্তি।

Previous articleবাংলাদেশের সঙ্কট নিরসনে উদ্যোগ নিয়েছেন বান কি মুন: মুখপাত্র
Next articleজামায়াত নেতা মাওলানা আবদুস সুবহানের রায় বুধবার