চট্টগ্রাম: র্যাপিড এ্যাকশন ব্যাটিলিয়ন (র্যাব) এর মহাপরিচালক বেনজির আহমেদ বলেছেন, আমরা রাজনীতি বা রাজনীতিবিদদের বিরুদ্ধে কোনো কথা বলিনি। আমরা খুন ও সন্ত্রাসের বিরুদ্ধে কথা বলছি।
সোমবার বিকেলে চট্টগ্রাম নগরীর পতেঙ্গা র্যাব-৭ এর সদর দপ্তরে র্যাতবের উর্ধ্বতন কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
এই সময় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবদুল জলিল মন্ডলসহ র্যাবের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।