Home জাতীয় রাজনৈতিক অস্থিরতায় জঙ্গিবাদের উত্থান হতে পারে: বেনজীর

রাজনৈতিক অস্থিরতায় জঙ্গিবাদের উত্থান হতে পারে: বেনজীর

420
0

Benojir Ahmed
ময়মনসিংহ: র্যা পিড অ্যাকশন ব্যাটালিয়ান (র্যা ব) মহাপরিচালক বেনজীর আহমেদ বলেছেন, চলমান রাজনৈতিক অস্থিরতার সুযোগে জঙ্গিবাদের উত্থান ঘটতে পারে এ আশংকাকে উড়িয়ে দেয়া যায় না। মঙ্গলবার বিকেলে ময়মনসিংহ সার্কিট হাউজে সংবাদ ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, যখন এ ধরনের সস্ত্রাস তৈরীর প্রচেষ্টা চলে তখন এই পরিবেশ ধর্মীয় উগ্র জঙ্গিবাদ ও মৌলবাদীরা নিজেদের অনুকূল পরিবেশ মনে করতে পারে। জনগণ ও রাষ্ট্র সম্মিলিত শক্তি অপরিসীম শক্তি। জনগণকে সাথে নিয়ে সন্ত্রাস দমনকে আরো বেগবান ও জোরদার করা হবে।
এসময় র্যাদব-১৪ অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো. রফিকুল ইসলাম, জেলা প্রশাসক মুস্তাকীম বিল্লাহ ফারুকী ও পুলিশ সুপার মঈনুল হক ও র্যাগবের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Previous articleবুধবারের এসএসসি সমমানের পরীক্ষা স্থগিত
Next articleমৌলবাদী শক্তি বিকশিত হচ্ছে: মেনন