Home জাতীয় রাজনৈতিক অস্থিরতায় মূল্যস্ফীতি বেড়েছে: পরিকল্পনামন্ত্রী

রাজনৈতিক অস্থিরতায় মূল্যস্ফীতি বেড়েছে: পরিকল্পনামন্ত্রী

465
0

Mustofa Kamal
ঢাকা: রাজনৈতিক অস্থিরতার কারণে খাদ্যপণ্য সরবরাহ বাধাগ্রস্ত হওয়ায় জানুয়ারি মাসে দেশে খাদ্য মূল্যস্ফীতি বেড়েছে। সার্বিকভাবে মূল্যস্ফীতি কিছুটা কমলেও জানুয়ারিতে খাদ্য মূল্যস্ফীতির হার বেড়ে ৬ দশমিক ০৭ শতাংশে দাড়িয়েছে।
মঙ্গলবার দুপুরে এনইসি সমম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে পরিকল্পনামন্ত্রী আ হ ম মোস্তফা কামাল বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) এই তথ্য প্রকাশ করেন।
মন্ত্রী বলেন, জানুয়ারিতে দেশে সার্বিক মূল্যস্ফীতি কমেছে। গত বছরের ডিসেম্বরে এ হার ছিল ৬ দশমিক ১১ শতাংশ। জানুয়ারিতে তা কমে হয়েছে ৬ দশমিক ০৪ শতাংশ। তবে জানুয়ারিতে খাদ্যে মূল্যস্ফীতি কিছুটা বেড়েছে।
মূল্যস্ফীতির কারণ সম্পর্কে পরিকল্পনা মন্ত্রী জানান, রাজনৈতিক অস্থিরতার কারণে পণ্য সরবরাহ বাধাগ্রস্থ হওয়ায় জিনিসপত্রের দাম বেড়ে গেছে। তবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কমে যাওয়ায় খাদ্য বহির্ভূত মূল্যস্ফীতি বৃদ্ধির হার কমেছে।
বিবিএস’র তথ্য অনুযায়ী দেশে এখন সার্বিক মূল্যস্ফীতি ৬ দশমিক ০৪ শতাংশ। গ্রামে খাদ্যমূল্যস্ফীতি ৫ দশমিক ৭৯ শতাংশ। আর শহরে ৬ দশমিক ৬৯ শতাংশ। আর ডিসেম্বরে বৃদ্ধির হার ছিল ৫ দশমিক ৮৬ শতাংশ।

Previous articleসরকার প্রতিপক্ষকে ঘায়েল করার ষড়যন্ত্রে লিপ্ত: জামায়াত
Next articleদেশকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করার চেষ্টা চলছে: শিল্পমন্ত্রী