Home জাতীয় রাজনৈতিক সহিংসতা ও প্রাণহানিতে ব্রিটিশ হাইকমিশনারের উদ্বেগ

রাজনৈতিক সহিংসতা ও প্রাণহানিতে ব্রিটিশ হাইকমিশনারের উদ্বেগ

476
0

Robart Gibson
ঢাকা: বাংলাদেশের সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী রিয়াজ রহমানের ওপর হামলা এবং বাংলাদেশজুড়ে অব্যাহত সহিংসতার খবরে গভীর দুঃখ ও উদ্বেগ প্রকাশ করেছেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার রবার্ট গিবসন। ঢাকাস্থ ব্রিটিশ হাই কমিশনারের ওয়েবসাইটে বুধবার তার এই মন্তব্য প্রকাশ করা হয়েছে।
এতে হাই কমিশনার গিবসন বলেন, ‘সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী রিয়াজ রহমানের ওপর লোমহর্ষক আক্রমণে উদ্বেগ প্রকাশ করছি এবং রংপুরে বাসে হামলায় প্রাণহানি ও দগ্ধ হওয়ার খবরে গভীর দুঃখ পেয়েছি। আমি হামলার শিকার ব্যক্তি এবং তাদের পরিবার সদস্যদের প্রতি গভীরতম সহানুভূতি প্রকাশ করছি।’
তিনি বলেন, ‘আমি এসব অপরাধের তদন্ত এবং দায়ীদের বিচারের আওতায় আনার জন্য বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি। যুক্তরাজ্য সংযম প্রদর্শন এবং আইনের শাসনের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করার এবং সহিংসতা ও বিঘœ সৃষ্টিকারী চক্র অবসানে সংলাপে বাসার আহ্বান জানাচ্ছি।

Previous articleবিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব শুরু শুক্রবার
Next articleরিয়াজের হামলাকারীরা সরকারের গুপ্ত কমিটির সদস্য: রিজভী