Home বিভাগীয় সংবাদ রাজশাহীতে পুলিশকে লক্ষ্য করে ছাত্রদলের হামলা

রাজশাহীতে পুলিশকে লক্ষ্য করে ছাত্রদলের হামলা

1012
0

logo chatri dol 01
রাজশাহী: রাজশাহীতে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়েছে ছাত্রদলের নেতাকর্মীরা। সোমবার সকালের দিকে রাজশাহী মহানগরীর হেতেমখাঁ ও রাজশাহী কলেজের সামনে এ ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে।
জানা গেছে, সকালে রাজশাহী কলেজের মহিলা ছাত্রীনিবাসের সামনে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করে ছাত্রদলের নেতাকর্মীরা। খবর পেয়ে পুলিশ এসে তাদের ছত্রভঙ্গ করতে ধাওয়া দিলে ছাত্রদলের নেতাকর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। পরে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে ছাত্রদল কর্মীদের ছত্রভঙ্গ করে দেয়।
এদিকে রাজশাহী জেলা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ছয়জনকে আটক করেছে। এর আগে রবিবার দিনগত গভীর রাতে নগরীর খড়খড়ি এলাকায় একটি কীটনাশকবাহী পিকআপে আগুন দেয় অবরোধ সমর্থকরা।
আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মহানগরীর গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ মোতায়ন করা হয়েছে। বিজিবি, র্যা ব সদস্যদেরও টহল দিতে দেখা গেছে।

Previous articleসুপ্রিমকোর্টে বোমা: ৪টি মামলা দায়ের
Next articleঢাকা ট্রিবিউনের জরিপ: আগাম নির্বাচন চায় বেশিরভাগ মানুষ