Home জাতীয় রাজস্ব বাড়াতে নতুন করদাতা সৃষ্টি করতে হবে: পররাষ্ট্রমন্ত্রী

রাজস্ব বাড়াতে নতুন করদাতা সৃষ্টি করতে হবে: পররাষ্ট্রমন্ত্রী

100
0

পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন বলেছেন, দেশের সার্বিক উন্নয়নে রাজস্ব আদায় বাড়াতে হবে। জনগণের দেওয়া করের টাকায় দেশের বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তয়ন হয়ে থাকে। আমাদের দেশে করদাতাদের সংখ্যা খুবই কম। তাদের ওপর করের বোঝা না চাপিয়ে রাজস্ব বাড়াতে নতুন আয়করদাতা সৃষ্টি করতে হবে। এজন্য করদাতাদের সঙ্গে আয়কর আদায়ে সংশ্লিষ্টদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে হবে। 

তিনি বলেন, সাধারণ মানুষ কর দেয় বলেই সরকার একের পর এক মেগা প্রকল্পগুলো বাস্তবায়ন করতে পারছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা সেতু, বঙ্গবন্ধু টানেল, মেট্রোরেলের মতো প্রকল্প বাস্তবায়ন করে বাংলাদেশকে এক অন্যন্য উচ্চতায় নিয়ে গেছেন।

Previous articleপ্রতারণার কারণেই সাংবিধানিক সঙ্কট
Next articleসরকার জনগণকে ভোট দেয়ার সুযোগ দিচ্ছে না: নজরুল