সিলেট মহানগর জামায়াত নেতৃবৃন্দ বলেছেন, দেশপ্রেমিক জনতার চলমান গনতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনকে দমাতে অবৈধ ফ্যাসিবাদী সরকার শুধু রাষ্ট্রীয় সন্ত্রাস চালিয়েই ক্ষান্ত হয়নি, কতিপয় দলবাজ হলুদ মিডিয়াকে দিয়ে তথ্য সন্ত্রাসে মেতে উঠেছে। ২০ দলীয় জোটের মুখপাত্র বিএনপির যুগ্ম মহাসচিব সালাহউদ্দিনের গুমের ঘটনা ধামাপাচা দিতেই চট্রগ্রামে নিরীহ এইচএসসি পরীক্ষার্থীদের ঘুম থেকে ধরে নিয়ে কথিত অস্ত্র উদ্ধার নাটক করে অবৈধ সরকারের শেষ রক্ষা হবেনা। দেশব্যাপী গণগেস্খফতার, হামলা-মামলা, নিপীড়ন নির্যাতনের বিরুদ্ধে দেশপ্রেমিক জনতার আন্দোলন চলছে। বিজয় নিশ্চিত না হওয়া পর্যন্ত মুক্তিকামী জনতার আন্দোলন দমানো যাবে না। অচিরেই জনতার দাবীর কাছে অবৈধ সরকারকে নতি স্বীকার করে পদত্যাগে বাধ্য করা হবে। সিলেট মহানগর জামায়াতের আমীর এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, নায়েবে আমীর হাফিজ আব্দুল হাই হারুন, সিলেট জেলা দক্ষিণ সেক্রেটারী মাওলানা লোকমান আহমদ, মহানগর সেক্রেটারী মাওলানা সোহেল আহমদ, সহকারী সেক্রেটারী মো: শাহাজাহান আলী সহ ষড়যন্ত্রমুলক মিথ্যা মামলায় আটক সকল রাজবন্দীদের অবিলম্বে নিঃশর্ত মুক্তি দিতে হবে।
বুধবার ২০ দলীয় জোট আহুত ৭২ ঘন্টার হরতালের পর ৪৮ঘন্টার হরতালের ১ম দিন হরতাল চলাকালে নগরীতে নয়াসড়ক এলাকায় মিছিল সমাবেশ করেছে সিলেট মহানগর জামায়াত। মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে নেতৃবৃন্দ উপরোক্ত কথা বলেন। মিছিলে উপস্থিত ছিলেন জামায়াত নেতা মু আনোয়ার, রফিুকল ইসলাম, শাহেদ আহমদ, ছাত্র শিবির নেতা নজরুল ইসলাম ও মামুন আহমদ প্রমুখ।
নেতৃবৃন্দ ২০ দলীয় জোট আহুত টানা ৭২ ঘন্টার হরতালেরর পর ৪৮ ঘন্টার হরতালের ১ম দিনও শান্তিপুর্ন সর্বাত্মক হরতাল পালন করায় সিলেটবাসীকে অভিনন্দন জানান। একই সাথে শুক্রবার ভোর ৬টা পর্যন্ত টানা শান্তিপুর্ন হরতাল, চলমান টানা অবরোধ সফল করার জন্য পরিবহন মালিক, শ্রমিক ব্যাবসায়ী নেতৃবৃন্দ সহ সিলেটবাসীর প্রতি আহ্বান জানান তারা।