ঢাকা: জিয়া চ্যারিটেবল ট্রাস্ট ও জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় রোববার হাজিরা দিতে রোববার আদালতে যাচ্ছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তার আইনজীবি এডভোকেট সানা উল্লাহ মিয়া সাংবাদিকদের একথা জানান।
এর আগে গত ৪ মার্চ খালেদা জিয়ার বিরুদ্ধে জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য ৫ এপ্রিল দিন নির্ধারণ করেন আদালত। ওইদিন খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আদেশ বহাল রেখে রায় দেন বিচারক আবু আহমেদ জমাদ্দার।
প্রসঙ্গত, ঢাকার বকশীবাজারে আলিয়া মাদ্রাসা সংলগ্ন মাঠে স্থাপিত তৃতীয় বিশেষ জজ আদালতে মামলা দুটির বিচার কাজ চলছে।