ঢাকা: আগামী রোববার দেশজুড়ে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিয়েছে ইসলামী ছাত্রশিবির। বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই কর্মসূচি ঘোষণা করেছেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি আবদুল জব্বার ও সেক্রেটারি জেনারেল আতিকুর রহমান।
বিবৃতিটে গণমাধ্যমে পাঠিয়েছেন কেন্দ্রীয় প্রচার সম্পাদক মনির আহমেদ। এতে বলা হয়েছে, ‘সারাদেশে ছাত্রশিবির নেতাকর্মীদের নির্বিচারে গ্রেপ্তার, মিথ্যা মামলা প্রদান এবং হত্যা, গুম ও রিমান্ডের নামে বর্বর নির্যাতনের প্রতিবাদে আগামী রবিবার দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি পালন করবে ছাত্রশিবির।’
শিবির সভাপতি আবদুল জব্বার ও সেক্রেটারি আতিকুর রহমান বলেন, ‘আওয়ামী সরকারের বেআইনি নির্দেশ পালন করতে গিয়ে একের পর এক ছাত্রশিবির নেতাকর্মীকে হত্যা করে চলেছে পুলিশ। একই সঙ্গে চলছে নেতাকর্মীদের গুম, গ্রেপ্তার, মিথ্যা মামলা ও রিমান্ডের নামে বর্বর নির্যাতন।’
তারা বলেন, ‘সরকার ছাত্রশিবির নেতাকর্মীদের টার্গেট করে পরিকল্পিতভাবে এসব অমানবিক নৃশংসতা চালাচ্ছে। কিন্তু জাতি বিনাশী এই অপতৎপরতা মেনে নেয়া যায় না।’
শিবিরের শীর্ষ এই দুই নেতা সংগঠনটির সকল নেতাকর্মীকে দেশপ্রেমিক জনতা ও ছাত্রসমাজকে সঙ্গে নিয়ে শান্তিপূর্ণ উপায়ে এ কর্মসূচি পালন করার আহবান জানান।
একই সঙ্গে সরকার ও পুলিশ প্রশাসনকে ছাত্রসমাজের গণতান্ত্রিক এ কর্মসূচিতে বাধা না দিয়ে সহযোগিতা প্রদান করতে অনুরোধ জানান তারা।