ঢাকা: নেতাকর্মীদের গুম ও হত্যার প্রতিবাদে রোববার সারাদেশে সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরি।
শুক্রবার রাতে নিরাপত্তা বাহিনীর গুলিতে সংগঠনটির তিনজন নেতাকমী নিহত এবং কয়েকজন আহত হওয়ার পর হরতালের ডাক দিল বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরি।
শিবির নেতৃবৃন্দ এ সকল হত্যাকান্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
শিবির নেতারা সরকারকে হুঁশিয়ার করে দিয়ে বর্বরতা বন্ধ করে অবিলম্বে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে শিবির নেতা শাহাব উদ্দিনের হত্যাকারী পুলিশ সদস্যদের আইনের আওতায় আনা এবং আহত শিবির নেতাদের উন্নত চিকিৎসার ব্যবস্থা ও মুক্তির দাবি জানান।