Home আইন লক্ষ্মীপুরে বিএনপি ও যুবলীগের সভার স্থানে ১৪৪ ধারা জারি

লক্ষ্মীপুরে বিএনপি ও যুবলীগের সভার স্থানে ১৪৪ ধারা জারি

822
0

144-
লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের রামগতি উপজেলার আলেকজান্ডার পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত বিদ্যালয় মাঠসহ এর আশপাশে ১৪৪ ধারা জারি বহাল থাকবে। একই স্থানে উপজেলা ও পৌর বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন এবং যুবলীগের কর্মী সভা ডাকায় সৃষ্ট উত্তেজনার কারণে রামগতি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ দেলোয়ার হোসেন ওই এলাকায় ১৪৪ ধারা জারি করেন।
রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, একই স্থানে যুবলীগ ও বিএনপি সভা আহ্বান করায় প্রশাসনের পক্ষ থেকে ১৪৪ ধারা জারি করা হয়েছে। নিষেধাজ্ঞা বাস্তবায়নে ওই এলাকায় মাইকিং করা হয়েছে।স্থানীয়রা জানায়, এক সপ্তাহ আগে থেকেই আলেকজান্ডার পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন হওয়ার কথা প্রচার হয়ে আসছিল। এরই মধ্যে একই স্থানে পাল্টা কর্মী সমাবেশের ঘোষণা দেয় যুবলীগ। এ নিয়ে দুই দলে উত্তেজনা দেখা দেয়।

Previous articleসংবাদ সম্মেলনে কাদের মোল্লার ছেলে: বাবাকে হত্যা করা হয়েছে
Next articleসর্বাত্মক আন্দোলনের প্রস্তুতির আহ্বান খালেদা জিয়ার