ঢাকা: মাঠে নামার আগে হিসেব ছিল নানামুখী। গোল পার্থক্যে সুবিধাজনক অবস্থায় ছিল বাংলাদেশ। তাই গ্রুপের শেষ ম্যাচে ড্র হলেই শেষ চার নিশ্চিত স্বাগতিকদের। তবে সব হিসেব বাদ দিয়ে জয় দিয়েই সেমিফাইনাল নিশ্চিত করলো বাংলাদেশ ফুটবল দল। বঙ্গবন্ধু গোল্ডকাপে বাঁচা-মরার লড়াইয়ে তারা ১-০ গোলে হারায় শ্রীলঙ্কাকে।
খেলার ৩৯ মিনিটে বাংলাদেশের গোলটি আদায় করেন হেমন্ত ভিনসেন্ট বিশ্বাস । খেলা শেষে হেমন্ত জিতে নেন ম্যাচের সেরা খেলোয়াড়ের পুরস্কারও।
শ্রীলঙ্কার বিপক্ষে প্রথমার্ধেই এক গোলে এগিয়ে বিরতিতে যায় বাংলাদেশ । দ্বিতীয়ার্ধে বাংলাদেশ গোলরক্ষক সোহেলের ভুলে পেনাল্টি পায় শ্রীলঙ্কা। তবে শ্রীলঙ্কার পেনাল্টি কিক রুখে দিয়ে দলের বিপদ কাটান সোহেলই।
চলতি টুর্নামেন্টে বাংলাদেশ ও শ্রীলঙ্কার এটি ছিল দ্বিতীয় ম্যাচ। দুই ম্যাচে হার নিয়ে গ্রুপ পর্ব থেকে বিদায় নিলো লঙ্কানরা। প্রথম ম্যাচে মালয়েশিয়ার কাছে ১-০ গোলে হার মানে বাংলাদেশ। আর বাংলাদেশ ও শ্রীলঙ্কা উভয়কে হারিয়ে আগেই শেষ চার নিশ্চিত করে মালয়েশিয়া।