ঢাকা: এমপি পদ বহাল এবং একই সঙ্গে সংসদ অধিবেশন চলমান থাকায় বহিষ্কৃত মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীকে বিমানবন্দরে গ্রেপ্তার করা হয়নি বলে জানিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সোমবার দুপুরে সচিবালয়ে সংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, তাকে গ্রেপ্তারের জন্য স্পিকারের অনুমতি নিতে হবে। তবে তাকে গ্রেপ্তার করা হবে কিনা এমন প্রশ্ন করা হলে তিনি বিষয়টি এড়িয়ে যান। এর আগে রোববার রাত ৮টা ৪০ মিনিটে ভারত থেকে দেশে ফিরেছেন লতিফ সিদ্দিকী। লতিফ সিদ্দিকীকে গ্রেপ্তারের বিষয়ে এখন পর্যন্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে সুনির্দিষ্ট কোন বক্তব্য দেয়া হয়নি।