
ঢাকা: সদ্য অপসারিত মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকির সংসদ সদস্য পদ বাতিলের নির্দেশনা চেয়ে সুপ্রিমকোর্টের সংশ্লিষ্ট শাখায় একটি রিট আবেদন দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার সকালে রিটটি দায়ের করেন সুপ্রিমকোর্টের আইনজীবী অ্যাডভোকেট ইউনুছ আলী আকন্দ। রিট নাম্বার ১১৯৮/১৪ ইং। এর আগে গতকাল এ বিষয়ে একটি লিগ্যান নোটিশ প্রেরণ করেন এই আইনজীবী।
আগামী রোববার বিচারপতি কাজী রেজাউল হক ও বিচারপতি আবু তাহের মোহাম্মাদ সাইফুর রহমানের বেঞ্চে এ বিষয়ে শুনানী হতে পারে বলে জানিয়েছেন আইনজীবী। রিটে বিবাদী করা হয়েছে জাতীয় সংসদের স্পিকার, প্রধান নির্বাচন কমিশনার, আব্দুল লতিফ সিদ্দিকিসহ মোট চারজনকে।