
ঢাকা: হজ ও তাবলীগ জামাত নিয়ে কটূক্তি করার মামলায় সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীর জামিন আবেদন নামঞ্জুর করেছে আদালত। ঢাকা মহানগর হাকিম আসাদুজ্জামান নূরের আদালতে রবিবার তার পক্ষে আইনজীবী ব্যারিস্টার জ্যোতিষময় বঢুয়া জামিনের আবেদন করেন। শুনানী শেষে আদালত জামিন নামঞ্জুর করেন।
গত ২৯ সেপ্টেম্বর নিউইয়র্কের জ্যাকসন হাইটসে টাঙ্গাইল সমিতির মতবিনিময় সভায় লতিফ সিদ্দিকী বলেন, ‘আমি কিন্তু হজ আর তাবলীগ জামাতের ঘোরতরবিরোধী। এ হজে যে কত ম্যানপাওয়ার নষ্ট হয়। হজের জন্য ২০ লাখ লোক আজ সৌদি আরব গিয়েছে। তাদের কোনো কাম নাই। তাদের কোনো প্রোডাকশন নাই। শুধু রিডাকশন করতেছে। শুধু খাচ্ছে আর দেশের টাকা নিয়ে ওখানে দিয়ে আসছে। এ্যাভারেজে যদি বাংলাদেশ থেকে এক লাখ লোক হজে যায়, প্রত্যেকের ৫ লাখ টাকা করে ৫০০ কোটি টাকা খরচ হয়।’
হযরত মুহম্মদ (স.) সম্পর্কে তিনি বলেন, ‘আব্দুল্লাহপুত্র মুহম্মদ চিন্তা করল এ জাজিরাতুল আরবের লোকেরা কীভাবে চলবে। তারাতো ছিল ডাকাত। তখন একটা ব্যবস্থা করল যে, তাহার অনুসারীরা প্রতিবছর একবার একসঙ্গে মিলিত হবে এবং এর মধ্য দিয়ে একটা আয়ের ব্যবস্থা হবে।’
লতিফ সিদ্দিকী প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয় সম্পর্কেও কটূক্তি করেন। তার এ বক্তব্য বাংলাদেশের বিভিন্ন টেলিভিশন চ্যানেল ও পত্র-পত্রিকায় প্রকাশিত হওয়ায় তা পবিত্র ইসলাম ধর্মের ওপর সরাসরি আঘাত এবং জয়কে নিয়ে কটূক্তি করায় এ্যাডভোকেট আবেদ রেজা ২ অক্টোবর ঢাকা মহানগর হাকিম আদালতে মামলাটি করেন।