ঢাকা: লতিফ সিদ্দিকীর পেছনে সরকারের বড় ধরনের সমর্থন রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার বাংলাদেশ সফররত সুইডেনের আন্তর্জাতিক উন্নয়নমন্ত্রী ইসাবেল্লা লোপিনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি একথা বলেন।
লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে অনেকগুলো মামলা থাকা সত্ত্বেও তিনি কীভাবে বিমানবন্দর থেকে বের হলেন? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ফখরুল বলেন, লতিফ সিদ্দিকীর বিমানবন্দর থেকে নিরাপদে বের হয়ে যাওয়াই প্রমাণ করে সরকারের সমর্থনে সে দেশে এসেছে। এতে পরিস্কার যে লতিফ সিদ্দিকীর সাথে সরকারের সার্বক্ষণিক যোগাযোগ রয়েছে।