Home জাতীয় লুটপাটের বিরুদ্ধে গা ঝাড়া দিয়ে ওঠার আহ্বান ড. কামালের

লুটপাটের বিরুদ্ধে গা ঝাড়া দিয়ে ওঠার আহ্বান ড. কামালের

377
0

ঢাকা: বিশিষ্ট আইনজীবি গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, যারা জনগণের সম্পদ লুটপাট করে খায়, সম্পদ পাচার করে তাদের সাথে কোনো অপোস নেই। তিনি জনগণকে গা ঝাড়া দিয়ে ওঠার আহবান জানান। তিনি বলেন, আসুন গা ঝাড়া দিয়ে উঠি। এদেশ সকলের দেশ। গার্মেন্টস শ্রমিকের দেশ, মেহনতি মানুষের দেশ। কিছু লোক এদেশের সম্পদ লুটপাট করে খাবে -এটা আমরা মানি না মানবো না।

শুক্রবার সন্ধ্যায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪০তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় সভাপতির বক্তব্যে ড. কামাল হোসেন আরো বলেন, যারা লীগ লীগ করে চাঁদাবজি, অপহরণ, ধান্ধাবাজি, হিন্দু ভাইদের সম্পত্তি দখল করে তারা বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী না। তারা গুন্ডা। গুন্ডালীগ করে তারা। অনুষ্ঠানে অন্যদের মধ্যে অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, সুলতান মোহাম্মদ মনসুর আহমদ, মোস্তফা মহসিন মন্টু প্রমুখ বক্তব্য রাখেন।

Previous articleসিলেটে নগর জামায়াতের আমিরসহ আটক ১০ জন জেলহাজতে
Next articleজগন্নাথপুরে সাবেক পৌর চেয়ারম্যানকে সংবর্ধনা