সরকারী কর্মকর্তা-কর্মচারীদের বেতন শতভাগ বৃদ্ধির সুপারিশ করে প্রতিবেদন জমা দিয়েছে পে-কমিশন। আজ সকালে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের কাছে এ প্রতিবেদন জমা দেওয়া হয়। প্রতিবেদনে সর্বোচ্চ বেতন ৮০হাজার ও সর্বনিন্ম ৮হাজার ২০০টাকা করে ১৬টি ধাপে বেতন স্কেল প্রদানের সুপারিশ করেছে পে-কমিশন। প্রথম ও শেষ গ্রেডে বেতন বাড়বে শতভাগ। পেনশন বাড়বে ৮০ থেকে ৯০ শতাংশ। এই বেতন স্কেল আগামী অর্থ বছর থেকে কার্যকর হবে। কার্যকর থাকবে ৬বছর। ২০বছর পর স্বেচ্ছায় অবসরে যেতে পারবেন।
এছাড়া প্রতিবেদনে ‘সমৃদ্ধির সোপান’ নামে একটি ব্যাংক গঠনের কথা বলা হয়েছে। সেখান থেকে সরকারী কর্মকর্তা-কর্মচারীরা একই সুদহারে ঋণ নিতে পারবেন। প্রত্যেকের চার হাজার টাকার শেয়ার থাকবে এই ব্যাংকে। এদিকে প্রতিবেদন গ্রহণের সময় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, এই বেতন স্কেল কার্যকর হলে মূল্যস্ফীতি হবে না।