Home বিভাগীয় সংবাদ শনিবার সিলেটে যাচ্ছেন এরশাদ

শনিবার সিলেটে যাচ্ছেন এরশাদ

302
0

বিশ্বনাথ: জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ সিলেট যাচ্ছেন শনিবার। তার সঙ্গে আসছেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান জি এম কাদের, মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার। সিলেট-২ আসনের এমপি ও জাতীয় পার্টির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ইয়াহইয়া চৌধুরী এহিয়ার পিতা মরহুম অ্যাডভোকেট আবদুল হাই চৌধুরীর রুহের মাগফেরাত কামনায় পরিবারের পক্ষ থেকে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এ দোয়া মাহফিল উপলক্ষে তাদের সিলেট আগমন বলে জানা গেছে।
শনিবার দুপুর ১২টায় সিলেট নগরীর ঝেরঝেরিপাড়াস্থ ইয়াহইয়া চৌধুরীর নিজ বাসভবন এভারগ্রিণ ২০ নম্বর বাসায় এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। দোয়া মাহফিলে অংশগ্রহণ করবেন জাতীয় পার্টির কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ। বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট-২ আসনের এমপি ও জাতীয় পার্টির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ইয়াহইয়া চৌধুরী এহিয়া।

Previous articleসুষ্ঠু নির্বাচন না হলে দেশের পরিণতি হবে ভয়াবহ: আ স ম আব্দুর রব
Next articleখালেদাকে গ্রেফতারের পরিণতি হবে ভয়াবহ- প্রবাসী নেতাদের হুশিয়ারি