Home রাজনীতি শনিবার সিলেট সফরে আসছেন সাবেক অর্থমন্ত্রী মুহিত

শনিবার সিলেট সফরে আসছেন সাবেক অর্থমন্ত্রী মুহিত

633
0

আগামী শনিবার (২৩ মার্চ) দু’দিনের সফরে সিলেটে আসছেন সাবেক অর্থমন্ত্রী ও সিলেট-১ আসনের সাবেক সংসদ সদস্য, ভাষাসৈনিক ও গবেষক আবুল মাল আবদুল মুহিত। সকাল সাড়ে ১০টায় বিমানযোগে তিনি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছবেন। ওইদিন নগরীর দরগাহ গেইটস্থ কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদে বই মেলার উদ্বোধন, বরীন্দ্রনাথের সিলেট সফরের শতবর্ষ পালন প্রস্তুতিসভায় অংশগ্রহণ এবং সিলেটের কবি নজরুল অডিটরিয়ামে অনুষ্ঠিতব্য এপার বাংলা-ওপার বাংলা পাঁচদিনব্যাপি নৃত্য উৎসবে যোগদান করবেন।

পরদিন সকাল ১১টা ২০ মিনিটে বিমানযোগে তিনি সিলেট ত্যাগ করবেন। এ সফরসূচি নিশ্চিত করেছেন আবুল মাল আবদুল মুহিতের ব্যক্তিগত সহকারী কিশোর ভট্টাচার্য্য জনি।

Previous articleউন্নয়ন করতে গিয়ে মানুষের ক্ষতি যেন না হয়: প্রধানমন্ত্রী
Next articleকুমিল্লায় ‘বন্দুকযুদ্ধে’ ১১ মামলার আসামী নিহত