Home জাতীয় শনিবার ২০ দলীয় জোটের প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

শনিবার ২০ দলীয় জোটের প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

410
0

ঢাকা: ২০ দলীয় জোট আগামী শনিবার গ্যাস ও বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে সারাদেশে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল কর্মসূচির ঘোষণা দিয়েছে। জোটের পক্ষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের পাঠানো বুধবারের সংবাদ বিজ্ঞপ্তিতে এমন তথ্য দেওয়া হয়েছে।

বিবৃতিতে বলা হয়, সরকার কুইক রেন্টাল পাওয়ার প্ল্যান্টের নামে হাজার হাজার কোটি টাকার দায় জনগণের ওপর চাপিয়ে দেওয়ার জন্য সরকার এই গণবিরোধী, অন্যায় ও অযৌক্তিক সিদ্ধান্ত নিয়েছে। ২০ দল অবিলম্বে এই সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানাচ্ছে।

গণবিরোধী এই সিদ্ধান্তের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়ে বিবৃতিতে আরও বলা হয়, ‘তা না হলে আগামী ডিসেম্বর আবার গ্যাসের মূল্য বৃদ্ধি করবে সরকার।

Previous articleরিমান্ডের ডিমান্ড এবং জাফর ইকবালের গলার দড়ি
Next articleদেশে দেশপ্রেমিকের বড় অভাব: তথ্যমন্ত্রী