ঢাকা: গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় দায়ের করা মামলায় বিএনপির ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরীকে পাঁচ দিনের রিমান্ড দিয়েছেন আদালত। পুলিশের রিমান্ড আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর হাকিম এমদাদুল হক আজ শুক্রবার বিকেলে এ আদেশ দেন।
শুক্রবার বিকেলে তাকে আদালতে হাজির করে শাহবাগ থানার পুলিশ পরিদর্শক শহিদুল হক ভূঁইয়া ১০ দিনের রিমান্ড আবেদন করেন। বৃহস্পতিবার রাত সোয়া ১১টার বনানীর ওল্ড ডিওএইচএসের বাসা থেকে ডিবি পুলিশ তাকে আটক করে। ২৪ ডিসেম্বর এমপি ছবি বিশ্বাসের গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় শাহবাগ থানা পুলিশ মামলাটি দায়ের করে।