Home অর্থনীতি শর্ত পূরণ করতে না পারায় জিএসপি হয়নি: গওহর রিজভী

শর্ত পূরণ করতে না পারায় জিএসপি হয়নি: গওহর রিজভী

935
0

ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনার পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা গওহর রিজভী বলেছেন, শর্ত পূরণ করতে না পারার কারণেই আমেরিকার বাজারে পণ্যের অগ্রাধিকারমূলক বাজার সুবিধা (জিএসপি) পুনর্বহাল হয়নি। সোমবার রাজধানীর মিরপুরের ন্যাশনাল ডিফেন্স কলেজে পররাষ্ট্রনীতি বিষয়ক এক সেমিনারে তিনি এ কথা বলেন।

গওহর বলেন, শ্রমমানের উন্নয়নে আমরা যেসব অঙ্গীকার করেছি তা পূরণ করতে হবে। তাহলে আমেরিকার বাজারে আমরা জিএসপি ফিরে পাব। সুশাসনের অভাব এবং প্রক্রিয়াগত দীর্ঘসূত্রতার কারণে বিদেশি বিনিয়োগ বাড়ছে না বলে তিনি মন্তব্য করেন। ওই কলেজের সঙ্গে বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল স্ট্র্যাটেজিক স্টাডি ও বাংলাদেশ এন্টারপ্রাইজ ইনস্টিটিউট যৌথভাবে ওই সেমিনারের আয়োজন করে।

Previous articleদলে এখনই শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে: সুরঞ্জিত
Next articleজাসদের ভূমিকা জাতির সামনে পরিষ্কার হওয়া উচিৎ: আসাদুজ্জামান রিপন