Home জাতীয় শাজাহান খানরা প্রশ্রয় না দিলে এ অবস্থা হতো না: মির্জা আব্বাস

শাজাহান খানরা প্রশ্রয় না দিলে এ অবস্থা হতো না: মির্জা আব্বাস

469
0

ঢাকা:  ‘পরিবহন ব্যবস্থাকে ঢেলে সাজানো হলে, ট্রাফিক ব্যবস্থা ঠিক থাকলে এবং শাজাহান খানরা অনিয়মকে প্রশ্রয় না দিলে এ অবস্থা দেখতে হতো না, এছাড়া বিচারহীনতার কারণে একের পর এক সড়ক দুর্ঘটনা ঘটছে ’ বলে মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

বুধবার জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে জিয়া নাগরিক ফোরাম আয়োজিত আলোচনা সভায় মির্জা আব্বাস এসব কথা বলেন। শিশুদের জীবন বাঁচানোর আন্দোলনে সরকার আতঙ্কিত বলেও মন্তব্য করেন মির্জা আব্বাস।

মির্জা আব্বাস বলেন, ‘পাকিস্তান আমলের ইয়াহিয়া খানের মতো হাসি হাসলেন শাজাহান খান। ইয়াহিয়া খান ও টিক্কা খানের মত পৈশাচিক হাসি হাসছেন লীগের নেতারা। এই পৈশাচিক হাসি থেকে আমাদেরকে রক্ষা পেতে হবে।’

তিনি বলেন, ‘শাজাহান খানরা শ্রমিকদের কন্ট্রোলের বাইরে নিয়ে গেছে। আমি যখন পরিবহন ব্যবস্থার দায়িত্বে ছিলাম শাজাহান খান তখন শ্রমিক নেতা। শাজাহান খান ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেছে আমার অফিসের সামনে। চাঁদা বৃদ্ধির দাবিতে। আমি বলেছি কোন অনিয়ম প্রশ্রয় দেয়া হবে না।’

তিনি বলেন, ‘বিমানবন্দর সড়কে নিহত ২ শিক্ষার্থী হত্যার সাথে জড়িতদের এবং আন্দোলনকারী শিশুদের গায়ে যেসব পুলিশ সদস্যরা হাত তুলেছে তাদের বিচারের আওতায় আনতে হবে।’

Previous articleছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা; সভাপতি শোভন, সম্পাদক রাব্বানী
Next articleসিলেট সিটি নির্বাচনে সরকারের কুট-কৌশলই বিজয়ী হয়েছে: এডভোকেট জুবায়ের