
ঢাকা: রোববার সকাল ৬টা থেকে বুধবার সকাল ৬টা পর্যন্ত দেশব্যাপী ৭২ ঘণ্টার সর্বাত্মক হরতাল শান্তিপূর্ণভাবে পালন করতে আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
শনিবার সন্ধ্যায় বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদ স্বাক্ষরিত এক বিবৃতিতে ২০ দলীয় জোটের নেতাকর্মীসহ দেশবাসীকে তিনি এ আহ্বান জানান।
বিবৃতিতে তিনি গণআন্দোলনে বিএনপিসহ ২০ দলীয় জোটের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত সকল মিথ্যা মামলা প্রত্যাহার ও গ্রেফতারকৃতদের নি:শর্ত মুক্তি দাবি করেছেন। পাশাপাশি জনগণের বিপক্ষ শক্তিতে পরিণত না হতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি জোর আহ্বান জানান তিনি।