Home Uncategorized শাল্লায় হওরে বিভিন্ন প্রজাতির পোনা মাছ উন্মুক্ত

শাল্লায় হওরে বিভিন্ন প্রজাতির পোনা মাছ উন্মুক্ত

470
0
(বকুল আহমেদ তালুকদারঃ শাল্লা থেকে)
সুনামগঞ্জ জেলার শাল্লা উপজেলার ভান্ডারা বিল ও জিয়া বিলের পাড় গেসে বিভিন্ন প্রজাতির পোনা মাছ অবমুক্ত করা হয়।
মৎস্য অধিদপ্তরের আয়োজনে শাল্লা উপজেলা মৎস্য কর্মকর্তা মামুনুর রহমানের উদ্ধোগে গতকাল মঙ্গলবার বিকাল ৩ টায় বিভিন্ন প্রজাতির ৪ শত ৩৩ কেজি পোনা মাছ অবমুক্ত করেন।
এসময় উপস্থিত ছিলেন শাল্লা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাছুম বিল্লাহ,শাল্লা উপজেলা ভাইস চেয়ারম্যান মাহবুব সোবাহানী চৌধুরী,জেলা হ্যাচারী কর্মকর্তা অশোক কুমার দাস, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ সুমেন চাকমা,কৃষি কর্মকর্তা ড, আজিজুর রহমান, শাহীদআলী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরিফ মোহাম্মদ দুলাল,সহকারী শিক্ষা কর্মকর্তা মিন্টু সরকার,কালীপদ দাস প্রমুখ।
Previous articleরাজনীতিকদের সঙ্গে খালেদার ইফতার
Next articleপ্রস্তাবিত বাজেট দুর্নীতিবান্ধব: টিআইবি