Home Uncategorized শাল্লায় যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

শাল্লায় যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

869
0

শাল্লা প্রতিনিধি:

শাল্লায় সদরস্থ কদমতলা রোডের ফরিদ মিয়ার একটি টিনসেডের দু’তলা থেকে বিজয়
চন্দ্র দাস (২৮)-এর লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। জানা যায়, মৃত:
হরেন্দ্র চন্দ্র দাসের ছেলে বিজয় চন্দ্র দাসের গ্রামের বাড়ি নেত্রকোনা
জেলার খালিয়াজুরি থানার কুতুবপুর গ্রামে। ২৪ মে বুধবার সকালে প্রাণের
উপজেলা পরিবেশক একরামুল হোসেন জানায়, সকাল ৭টায় আমি ও কর্মচারী শিশু
তুহিন বিজয়কে সজাগ করতে দরজায় কড়া নাড়ি। কিন্তু ভেতর থেকে তার সাড়া না
পেয়ে জানালা খুলে বিজয়ের ঝুলন্ত লাশ দেখতে পাই এবং সাথে সাথে শাল্লা
থানায় খবর দেই। বিজয়ের বাড়ির লোকজনকেও আমি খবর দেই। একরামুল আরো জানায়,
বিজয় চন্দ্র দাস আমার একজন কর্মচারী। সে ৫/৬ বছর আগে থেকে ঘুঙ্গিয়ারগাঁও
বাজারে ঈশিতা বেকারিতে চাকুরী করতো। মাস খানেক আগে বিজয় আমার এখানে
চাকুরী করতে আসে।
খবর পেয়ে শাল্লা থানা পুলিশ বিজয়ের ঝুলন্ত লাশ উদ্ধার করে এসআই জিয়া
মৃতের ছুরতহাল তৈরি করে সুনামগঞ্জ সদর হাসপাতালে ময়না তদন্তের জন্য
পাঠান।
এব্যাপারে শাল্লা থানার অফিসার ইনচার্জ বজলার রহমান বলেন, ঘটনার খবর পেয়ে
সকাল সাড়ে ৮টায় পুলিশ গিয়ে বিজয়ের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য
সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয়।

Previous articleসার্জেন্ট ফাহাদের ব্যতিক্রমী উদ্যোগ
Next articleসংখ্যালঘুদের মানসিক দৈন্য কীভাবে দূর হবে?